#জরুরি_বিজ্ঞপ্তি
অদ্য ১৩/০৮/২০২৩ ইং তারিখ থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন চালু হয়েছে যা আগামী ১০/০৯/২০২৩ তারিখ পর্যন্ত চলবে। শরিয়তপুর সদর উপজেলার সেবা প্রত্যাশী জনসাধারণকে অনলাইনে আবেদন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
# যা লাগবেঃ
১. বয়স্ক ও বিধবা ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র; প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী আইডি কার্ড
২. নিজ নগদ একাউন্ট নাম্বার (যে নম্বরে ভাতা পেতে ইচ্ছুক)
# আবেদনের স্থানঃ
. সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা,
. সমাজসেবা অফিস অথবা
.যে কোনো কম্পিউটার থেকে আবেদন করা যাবে
# অনলাইন এড্রেসঃ mis.bhata.gov.bd/onlineApplication
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস